‘চালু হচ্ছে আইসিটি ক্যাডার’

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:১০  
  শিগগিরি সরকার ‘আইসিটি ক্যাডার’ নামে স্বতন্ত্র্য ক্যাডার চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি বাংলাদেশের মহাপরিচালক মো. রেজাউল করিম। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স (আইকনসিএস-২০২০)’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে সাইবার সিকিউরিটি হবে ক্যারিয়ারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় খাত। সরকার ইতিমধ্যে ‘আইসিটি ক্যাডার’ প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং সাইবার সিকিউরিটি সেক্টরে ক্যারিয়ার গড়ার অবারিত সুযোগ তৈরি হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি এজেন্সি বাংলাদেশের মহাপরিচালক মো. রেজাউল করিম আরো বলেন, প্রযুক্তির যেমন ভালো দিক রয়েছে তেমনি মন্দ দিকও রয়েছে। প্রযুক্তির ব্যবহারে সচেতন না হলে সমাজ ও রাষ্ট্রের উপর প্রযুক্তির খারাপ প্রভাব পড়ে। তাই আমরা যদি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সচেতন না হই, তাহলে আমাদের জীবন সহজ হওয়ার পরিবর্তে আরও জটিল হয়ে পড়বে। এ সময় তিনি প্রযুক্তির নিরাপত্তার ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, এ রকম সম্মেলনের আয়োজন আরও বেশি বেশি হওয়া উচিত। কারণ সেনাবাহিনীর মাধ্যমে দেশের ভৌগলিক নিরাপত্তা হয়ত নিশ্চিত করা যায়, কিন্তু সাইবার জগতের তো কোনো নির্দিষ্ট সীমানা নেই। তাই সাইবার নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।